fbpx
 

ওমানে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

Pub: শনিবার, অক্টোবর ৫, ২০১৯ ৮:৩৩ অপরাহ্ণ   |   Upd: শনিবার, অক্টোবর ৫, ২০১৯ ৮:৩৩ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

নিউজ ডেস্ক: ওমানের মাছিরাহ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দু’জনসহ তিন বাংলাদেশি নিহত হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…) । এ ঘটনায় আরও ৪ জন নিহত হয়েছেন। 
নিহত তিনজনের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। নিহতদের নাম- আকবার হোসেন (৩২), জাহাঙ্গীর (২৮), শাহ আলম (৪৮)। এদের মধ্যে দুইজন একই পরিবারের। নিহত আকবারের বাড়ি বি-বাড়িয়ার নবীনগরে। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক, ওমানের সুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা।
অপরদিকে, একই পরিবারের দুইজন নিহত হওয়ায় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লাশ দেশে পাঠাতে দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ