fbpx
 

২১ অক্টোবর মাওলানা এম এ করিম ইবনে মুসাব্বির পবিত্র ওমরা হজ্জ পালনে যাবেন

Pub: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০১৯ ১:৩৬ পূর্বাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট মাওলানা এম এ করিম ইবনে মুসাব্বির পবিত্র ওমরা হজ্জ পালনে আগামী ২১ অক্টোমর বৃটিশ এয়ার যোগে প্যারিসের সার্দিগুল থেকে যেদ্দা এর উদ্যশ্যে রওয়ানা দিবেন সেখানে তিনি ওমরা পালন শেষে দেশী বিদেশী আলিম ওলামাদের সাথে মিলিত হবেন ওমরা শেষে তিনি তুরস্কের উদ্যশে রওয়ানা দিবেন ।তুরস্ক রওয়ানা দিবেন সেখানে তুরস্ক প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান এর সাথে সাক্ষৎ করবেন বলে জানা গেছে।

Hits: 1


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ