fbpx
 

কেশহীন ছবি শেয়ার করলেন সোনালি

Pub: শনিবার, সেপ্টেম্বর ৮, ২০১৮ ৩:১৩ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। খবরটি পুরনো। নতুন খবর হচ্ছে ক্যান্সারের চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানায়, সোনালি খুবই অসুস্থ। ক্যান্সারের মাত্রা তীব্র হওয়ায় এখন তিনি নিউইয়র্কে চিকিৎসা নিচ্ছেন। সেখানে বই তার সঙ্গী।

সোনালি বেন্দ্রে বলছেন, ‘মার্কিন লেখক অমর টোলেলে ‘আ জেন্টলম্যান ইন মস্কো’ বইটা পড়েছেন? না পড়লে আপনার অবশ্যই পড়া উচিত।’

এক বার্তায় এই অভিনেত্রী বলেন, “কখনো কখনো এমন সময় আসে যখন আপনি না চাইলেও জীবন আপনাকে নিয়ে খেলা করবে। সম্প্রতি, আমি জটিল ক্যান্সারে আক্রান্ত।… আত্মীয়, বন্ধুরা আমার পাশে রয়েছেন। আমাকে সবধরনের সহযোগিতা করছেন।”

কেমোথেরাপির জন্য সোনালির মাথার চুল পড়ে গিয়েছে। নিজের সেই ছবি ইন্সটোগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। তা দেখে কেউ লিখেছেন, ‘তোমাকে ভাল লাগছে। অনেক সাহস তোমার… তাড়াতাড়ি সুস্থ হও।’

সোনালির স্বামী গোল্ডি জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন অভিনেত্রী। এই অসুখ যে শরীরে ছড়িয়ে পড়েছে (মেটাস্টেসিস) তা প্রথমে টেরই পাননি সোনালি।

সোনালী বেন্দ্রে মুম্বইয়ের এক মারাঠি পরিবারে ১৯৭৫ সালে জন্ম গ্রহণ করেন। তিনি একজন ভারতীয় মডেল, টেলিভিশন ব্যক্তিত্ব এবং অভিনেত্রী। তিনি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন তামিল, তেলুগু, মারাঠি এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৯৪ সালে গোবিন্দর বিপরীতে ‘আগ’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিনয় যাত্রা শুরু হয়।

পাঁচ বছরের প্রেমপর্বের পর ১২ নভেম্বর ২০০২ সালে সোনালী বিয়ে করেন পরিচালক গোল্ডি বহেলকে। কয়েকজন অভিনেত্রীর সোনালী একজন যিনি বলিউডের তিন খানের সাথেই অভিনয় করেছিলেন।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ