fbpx
 

কারিনার হ্যান্ডব্যাগ নিয়ে বলিউডে তোলপাড়

Pub: Sunday, March 17, 2019 11:31 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

বি-টাউনের অন্যতম আবেদনময়ী অভিনেত্রীদের একজন কারিনা কাপুর। ফ্যাশন সচেতন হিসেবেও তার জুড়ি মেলা ভার। নিজের লাইফস্টাইলটাও পুরোপুরি নিজের মতোই। 

সেই কারিনা এবার আলোচনায় এলেন একটি হ্যান্ডব্যাগকে কেন্দ্র করে। 

সাইফপত্নী কারিনা সম্প্রতি ছেলে তৈমুরের স্কুলে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তার হাতে থাকা ব্যাগটি আলোচিত্রীদের নজরে আসে। সঙ্গে তার নিজস্ব স্টাইলটাও। এরপরও সবকিছুই ক্যামেরাবন্দি। 

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারিনার ব্যবহৃত ওই হাত ব্যাগটির দাম ৬ লক্ষ রুপি। চ্যানেল ফ্ল্যাপ এই ব্যাগটি সম্পূর্ণ চামড়ার তৈরি। যাতে যুক্ত করা হয়েছে গোল্ড টোন মেটালও।

কারিনার এই ব্যাগ নিয়ে এখন সোস্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা দুই-ই হচ্ছে। তবে নায়িকা এ নিয়ে কোনও প্রতিক্রিয়ায় দেখাননি। 


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ