fbpx
 

নিখিলকেই বিয়ে করছেন নুসরাত!

Pub: সোমবার, মে ২৭, ২০১৯ ৪:৪৭ অপরাহ্ণ   |   Upd: সোমবার, মে ২৭, ২০১৯ ৪:৪৭ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

এমপি নির্বাচিত হওয়ার পরই খবর বের হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়া বিয়ে করছেন। সে সময়টাও কাছাকাছি- আগামী জুনে।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নুসরাত জাহান।

এক বস্ত্র ব্যবসায়ীর সাথে নুসরাতের প্রেম নিয়ে টলি পাড়ার গুঞ্জন বহু দিনের। তার নাম নিখিল জৈন। যদিও এ সম্পর্কের কথা নুসরাত প্রকাশ্যে কোনোদিনই কিছু শেয়ার করেননি। বরং বারবার সাংবাদিকদের জানিয়েছেন, বিয়ে করলে সকলকে জানিয়েই করবেন।

নিখিলের শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ ছিলেন নুসরত। সেই কাজের সূত্রেই তাদের সম্পর্ক গাঢ় হয় বলে খবর।

টলি সূত্রে খবর, নিখিলের সাথেই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন নুসরাত। এ বিষয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো উত্তর দেননি।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ইস্তাম্বুলে অনুষ্ঠান করে বিয়ে করবেন নুসরাত-নিখিল। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা। এখন ডেস্টিনেশন ওয়েডিং অত্যন্ত ট্রেন্ডিং। সেই পথই নাকি বেছে নিতে চলেছেন নুসরাতও। প্রাথমিক ভাবে সংসদের কাজ সামলেই নাকি বিয়ের জন্য কিছুদিন কাজ থেকে ছুটি নেবেন নুসরাত।

লোকসভা ভোটে বিপুল ব্যবধানে জয়ের পর আজমির শরিফ গিয়েছিলেন নুসরাত। আপাতত তিনি দিল্লিতে। সংসদ ভবনের সামনে থেকে নিজের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে বিয়ের বিষয়ে এখনো মুখ খোলেননি তিনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ