fbpx
 

সূর্যের চেয়েও উজ্জ্বল সুহানা!

Pub: বুধবার, জুন ১২, ২০১৯ ৩:১৯ পূর্বাহ্ণ   |   Upd: বুধবার, জুন ১২, ২০১৯ ৩:১৯ পূর্বাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

বলিউডে অভিষেক না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ কন্যা সুহানা খানের ভক্ত অগনিত। এ তারকা-সন্তানের রয়েছে বেশ কয়েকটি ফ্যান পেজ। ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকলেও একনিষ্ঠ অনুরাগীরা প্রায়ই তার নতুন নতুন ছবি ও ভিডিও প্রকাশ করেন। আর সেসব দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে। এবার আরেকটি ছবি ভাইরাল হলো এ তরুণীর।

ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ফ্যান পেজ সুহানার নতুন ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে, উজ্জ্বল হলুদ রঙের সোয়েটার পরে আছেন সুহানা। বসে আছেন বারান্দায়। নিজের ডান হাত ছুঁয়ে আছেন সোনালি মিশ্রিত কালো চুলে। শরীরজুড়ে সূর্যের আলো। তবে সেই আলোর চেয়েও যেন উজ্জ্বল সুহানা!

মাত্র একদিন আগে অন্তর্জালে উত্তাপ ছড়িয়েছেন শাহরুখকন্যা। ভাইরাল ভিডিওতে সুহানা খানকে গানের তালে দুর্দান্ত ভঙ্গিতে পা মেলাতে দেখা যায়। তার খুনে নাচে মাতোয়ারা নেটিজেনরা। একটি জন্মদিনের পার্টিতে নাচেন তিনি।

যেকোনো অনুষ্ঠানেই বেশ আত্মবিশ্বাসী দেখায় সুহানা খানকে। ১৯ বছরের এই তরুণী স্বাধীনচেতা, ফ্যাশন সচেতন। তার রূপে মুগ্ধ অগণিত ভক্ত। সূত্র : ইন্ডিয়া টিভি


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ