fbpx
 

বিয়ের জন্য পাত্র চান সোনাক্ষী, তবে শর্ত আছে

Pub: সোমবার, জুলাই ২২, ২০১৯ ১:১৯ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

বিয়ে করতে চান দাবাং গার্ল খ্যাত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে বিয়েরটা তো আর একা একা করা যায় না। তার জন্য পাত্র দরকার। কিন্তু পাত্র কোথায়? পছন্দের কোনও পাত্র আছে কি নায়িকার? যদি না থাকে তবে কেমন পাত্র চান তিনি? 

সোনাক্ষী নিজেই এবার এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং জানিয়েছেন বিয়ের জন্য যোগ্য পাত্র খুঁজছেন তিনি। 

কিন্তু সোনাক্ষীর জীবনসঙ্গী হতে হলে কী ধরনের যোগ্যতা থাকতে হবে। নায়িকা মূলত চান একজন সুশীল পাত্র। একজন রুচিশীল আধুনিক মনের মানুষ। যার মধ্যে থাকবে শিল্প-সংস্কৃতির বোধ। 

তবে সোনাক্ষীর ধারণা, এমন পাত্রের দেখা পাওয়া নাকি বলিউডে খুবই দুষ্কর। মেয়ের বিয়ের জন্য সোনাক্ষীর বাবা-মায়েরও ঘুম হারাম হওয়ার মত অবস্থা। 

সোনাক্ষী বলেন, ‘আমার বিয়ের জন্য বাবা-মাও ব্যস্ত হয়ে উঠেছেন। একজন সুশীল পাত্রের সঙ্গে প্রেম করতে পরামর্শ দিয়েছেন। কিন্তু ভালো মনের রুচিশীল পাত্রের দেখা পাওয়া তো বলিউডে খুবই দুষ্কর।’

সম্প্রতি এক অনুষ্ঠানে সোনাক্ষীর কাছে জানতে চাওয়া হয়েছিল, ইন্ডাস্ট্রির কারো সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে কি না। 

নায়িকার সোজা জবাব- ‘বলিউডে এখনও এমন সুশীল রুচিশীল পাত্রের সাক্ষাৎ পাইনি যাকে মন দেবো। যার সঙ্গে চুটিয়ে প্রেম করবো।’ 

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ