fbpx
 

ডেঙ্গুও দমাতে পারেনি ববিকে!

Pub: রবিবার, আগস্ট ১১, ২০১৯ ২:৩৩ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ঈদে ববি অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি সারাদেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে ছবির প্রচারণায় অংশ নিতে পারছেন না ববি। চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন ‘নোলক’ খ্যাত অভিনেত্রীকে।

তবে শেষ মুহূর্তে অসুস্থ শরীরেই ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন ববি। ‘বিজলী’ খ্যাত এই নায়িকা বললেন, হাসপাতাল থেকে সরাসরি প্রচারণা করতে এসেছি।

বেপরোয়া নিয়ে ববি বলেন, এটা সম্পূর্ণ উৎসবের ছবি। আমাদের দেশের দর্শকরা অ্যাকশন ছবি দেখতে পছন্দ করেন। সেই জায়গা থেকে দর্শকের শতভাগ প্রত্যাশা পূরণ করবে ছবিটি। ছবিতে নায়কের ভূমিকায় রোশান বেশ ভালো কাজ করেছে।

গেল ঈদে ‘নোলক’র প্রচারণায় বিভিন্ন সিনেমা হলে গিয়েছিলেন। এবারের পরিকল্পনা কী? ববির ভাষ্য, ইচ্ছে আছে দর্শকের সঙ্গে বসে ঢাকার হলগুলোতে সিনেমাটি দেখার। বাকিটা শরীরের ওপর নির্ভর করছে।

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ