fbpx
 

উজবেকিস্তানি শিল্পীর কণ্ঠে রবীন্দ্র সঙ্গীতের ভিডিও ভাইরাল

Pub: বুধবার, আগস্ট ১৪, ২০১৯ ৩:৩৩ পূর্বাহ্ণ   |   Upd: বুধবার, আগস্ট ১৪, ২০১৯ ৯:৪২ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুর। তিনি শুধু বাংলার নন, তিনি বিশ্বের কবি। একথা যে সত্য, তার উদাহরণ মিলল ফের একবার।

উজবেকিস্তানে এক অনুষ্ঠানে রবীন্দ্র গেয়ে মাত করে দিয়েছেন এক বিদেশি শিল্পী। বাংলা ভাষাকে আপন করে উজবেকিস্তানি শিল্পী হাভাস গুরুহি মজেছেন রবীন্দ্র সঙ্গীতে। আর অনুষ্ঠানে শ্রোতা সব বাঙালি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, উজবেকিস্তানি শিল্পী হাভাস গুরুহির কণ্ঠে ‘একলা চলো রে’ গান এখন নেটদুনিয়ায় ভাইরাল। পাঁচ ভাই-বোনের দল এই শিল্পীদের এবং তারা কেবল ভারতীয় সঙ্গীতের চর্চা করেন।

গান যে কোনো ভাষা মানে না, তার প্রমাণ এই ভিডিও। এতদিন পরে ভাইরাল হলেও বাঙালি শ্রোতা এই গান শুনে মুগ্ধ, ভাষা হারিয়েছেন।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ