fbpx
 

জয় হিন্দু নাকি মুসলিম?

Pub: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১:২৬ পূর্বাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। শাকিবের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকে জয় বড় হচ্ছেন অপুর ঘরে।

সম্প্রতি অপু বিশ্বাস জানান, তিনি ধর্ম ত্যাগ করেননি। হিন্দু ধর্মেই আছেন।

এমতাবস্থায় শাকিব-অপুর সন্তান আব্রামের ধর্ম কী? বাবা মুসলমান, মা হিন্দু। এ বিষয়ে অপু বিশ্বাস নিজেই ছেলের ধর্মের বিষয়ে মুখ খুলেছেন। 

অপু বলেন, ছেলে আমার সঙ্গে রয়েছে। তাই আমার মতো করেই সে বড় হচ্ছে। সে তার বাবার সঙ্গে কখনও ঈদ করেনি। 

তিনি বলেন, আমার ছেলে যেহেতু আমার সঙ্গে আছে, সে আমার মতো করেই বড় হচ্ছে।

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ