fbpx
 

পশুপাখির ডাক নকল করছেন শুভশ্রী (ভিডিও)

Pub: শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২০ ২:২৯ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

মেজাজটা তার হালকাই ছিল বটে। হোটেলের খোলা বাগানে ঘুরে বেড়াচ্ছে ময়ূর। অভিনেত্রী শুভশ্রীর নজর সেদিকেই।

ময়ূরের নজর কাড়ার চেষ্টা করতে তাদের মতো ডাকার চেষ্টা করেন। কিন্তু পাত্তা পাচ্ছিলেন না এই টালিউড অভিনেত্রী।

কিন্তু তাতে কী! শুভশ্রীর পাত্তা পেতে তার পেছনে ক্যামেরা নিয়ে ঘুর ঘুর করছিলেন পরিচালক রাজ চক্রবর্তী।-খবর জি নিউজের

সেই ভিডিও পোস্ট করে দেন সামাজিকমাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, ময়ূর, কাক, শিয়াল, সিংহসহ বিভিন্ন বন্যপ্রাণীর ডাক নকল করে দেখিয়েছেন শুভশ্রী। এতে তার শিশুসুলভ ভঙ্গিই প্রকাশ পেয়েছে।

কোথা থেকে ভিডিওটি নেয়া হয়েছে, তা অবশ্য জানা সম্ভব হয়নি। পুরুলিয়াতে ধর্মযুদ্ধ চলচ্চিত্রের শুটিংয়ে গিয়েছিলেন রাজ। ধারণা করা হচ্ছে, সেখানেই ঘটতে পারে এমন কাণ্ড।

এর আগে সেখানকার একটি ভিডিও নিজের ফ্যান পেজে শেয়ার দিয়েছিলেন এই অভিনেত্রী। রাজের সঙ্গে বিয়ের পর প্রথমে পরিণীতা দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন শুভশ্রী।

Hits: 24


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ