fbpx
 

এবার ভিন্নরূপে পূজা চেরী

Pub: রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২০ ৫:১৫ পূর্বাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

বর্তমানে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় পা রাখলেও সম্প্রতি নায়িকা হিসেবে বেশকিছু ছবিতে কাজ করছেন এই গ্ল্যামারগার্ল।

পূজা চেরী একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূরজাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন-২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।

কিন্তু সিনেমায় নায়িকা চরিত্রের পাশাপাশি আইটেম গানেও এবার দেখা যাবে তাকে। এবারই প্রথম আইটেম গানে নাচলেন পূজা চেরী।

পূজা চেরীকে বিভিন্ন সিনেমায় রোমান্টিক বা বিরহের গানে দেখলেও নির্মাতা অনন্য মামুনের ‘সাইকো’ সিনেমায় তাকে নতুনরূপে দেখা যাবে।

Hits: 22


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ