fbpx
 

আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাসে তোলপাড়

Pub: বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২০ ২:৪৭ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের কঠোর সমালোচনা ও একইসঙ্গে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসার তুলনামূলক ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নিজের বক্তব্য তুলেছেন তিনি। তার স্ট্যাটাসটি ব্রেকিংনিউজের পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘আমি আওয়ামী লীগের বর্তমান আমলের চরম সমালোচক। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, উনার প্রতি অসীম এক কৃতজ্ঞতা অনুভব করি। যারা মনে করেন এদুটো জিনিস একসঙ্গে সম্ভব না তারা হয় অজ্ঞ না হয় জ্ঞানপাপী।

বঙ্গবন্ধু নিয়ে আমার ভালোবাসা নতুন না, উনাকে নিয়ে আমি বিএনপির চরম প্রতাপের আমলেই লিখেছি। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লিখেছি আওয়ামী লীগের একচ্ছত্র আমলে।

বঙ্গবন্ধুকে নিয়ে বিরাট একটা লেখা লিখবো আওয়ামী লীগ কোনও দিন ক্ষমতায় না থাকলে। আমার জীবিতকালে এটা অবশ্য হবে কিনা আমি জানি না।’

Hits: 206


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ