fbpx
 

মুসলিম বিশ্বকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বিপাকে ইভাঙ্কা

Pub: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০১৯ ৬:০৯ অপরাহ্ণ   |   Upd: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০১৯ ৬:০৯ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

মুসলিম বিশ্বকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে গিয়ে তোপের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। 

গত রবিবার ওই টুইট বার্তায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ ও মধ্যপ্রাচ্যে ঈদ পালনের দিনে ইভাঙ্কা তার টুইটারে মুসলিমদের উদ্দেশে বলেন, ‘ঈদুল আজহা পালনকারী সারা বিশ্বের মুসলিমদের জানাই ঈদের মোবারক। আপনাদের সুস্বাস্থ্য, সুখ আর শান্তি কামনা করছি।’

এর পরই ইভাঙ্কার সমালোচনা শুরু হয়। কারণ, মুসলিমরা মনে করে না যে- ইভাঙ্কা কখনও মুসলিমদের শান্তি কামনা করতে পারেন। মেয়ের পোস্ট নিয়ে সমালোচনার মুখে পড়তে ট্রাম্পকেও।

আর ওই পোস্টে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য আসতে শুরু করে। টুইটার ব্যবহারকারী একজন লেখেন, ‘যেন তুমি মুসলিমদের নিয়ে কত চিন্তা কর।’ 

সমালোচকরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নাগরিকদের আমেরিকা ভ্রমণে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞার কথাও ইভাঙ্কাকে স্মরণ করিয়ে দেন।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ