fbpx
 

২২ বছর পরও কবরে অক্ষত নাসিরের মরদেহ

Pub: সোমবার, আগস্ট ২৬, ২০১৯ ২:৩৪ পূর্বাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

নাসির আহমদ। দীর্ঘ ২২ বছর আগে মারা গেছেন। এখনও তার লাশ সতেজ। কাফনের কাপড়ও রয়েছে অক্ষত। ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলার বাবিরো অঞ্চলের ঘটনা এটি।

ডেইলি পাকিস্তানের তথ্য মতে, সম্প্রতি এ জেলায় প্রবল বৃষ্টিতে কবরস্থান পানির নিচে তলিয়ে যায়। পানি সরে গেলে কবরস্থানের মাটি সরে কবরগুলো উন্মুক্ত হয়ে যায়। সেসঙ্গে কবর থেকে বেরিয়ে পড়ে দাগবিহীন অক্ষত কাফনসহ একটি লাশ। তা খুলে দেখা যায় ২২ বছর আগে মারা যাওয়া নাসির আহমদের লাশ এটি। লাশটিও রয়েছে সতেজ এবং অক্ষত।

২২ বছর আগে মারা যাওয়া ব্যক্তির অক্ষত ও সতেজ লাশ দেখে পুরো গ্রামের মানুষের মাঝে বিস্ময় দেখা দেয়। দূর-দূরান্ত থেকে সতেজ লাশ দেখ মানুষ ছুটে আসে।

নাসির আহমদের এক আত্মীয় জানায়, ‘২২ বছর আগে সে মারা যায়। সে সময় তিনিও তার জানাজায় উপস্থিত ছিলেন। নাসির আহমদ ভালো মানুষ ছিলেন বলে জানান তিনি।

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ