fbpx
 

সাপ-কুমীর নিয়ে মোদিকে হুমকি পাক অভিনেত্রীর (ভিডিও)

Pub: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০১৯ ২:৩৪ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

নিউজ ডেস্ক: কাশ্মীর ইস্যুতে পাক-ভারত সম্পর্ক এখন তলানিতে। দুই দেশের সীমান্তে চলছে চরম উত্তেজনা। উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের রাজনীতিবিদ, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীদের মধ্যেও।
বিভিন্ন সময় ৩৭০ ধারা বিলোপ করে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ায় মোদি সরকারকে কটাক্ষ করে নানান উষ্ণ বার্তা উচ্চারণ করেছেন পাক রাজনীতিবিদরা।
এবার সেই পালে যুক্ত হলেন পাকিস্তানি অভিনেত্রী রবি পিরজাদা। তবে একটু ভিন্নভাবে।
সাপ এবং কুমীর নিয়ে ভারতীয়দের ওপর আক্রমণের হুমকি দিলেন রবি।
এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন রবি পিরজাদা।
ভিডিওতে দেখা গেছে, হাতে বিশালাকার একটি অজগর নিয়ে দাঁড়িয়ে এই পাক অভিনেত্রী। তার সামনে একটি টেবিলে রয়েছে একটি ঝুড়ি। সেখান থেকেও বের হয়ে আছে ভয়ংকর কয়েকটি সাপ। এছাড়াও রয়েছে একটি কুমীর।
ভিডিওতে তিনি বলছেন, কাশ্মীর থেকে কেন ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে? সেই অপরাধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাপ এবং কুমীরগুলো উপহার হিসেবে পাঠাব।
ভারতীয়দের সাবধান করে তিনি বলেন, কাশ্মীরকে কিছুতেই ছিনিয়ে নিতে দেব না আমরা।
পাক অভিনেত্রী আরও বলেন, ভারতের সীমান্তে গিয়ে এই সাপ এবং কুমীরগুলোকে ছেড়ে দিয়ে আসব। ভারতীয়দের নরকে যেতে তৈরি হয়ে যান।
প্রসঙ্গত, পাক অভিনেত্রী রবি পীরজাদা অভিনয়ের পাশাপাশি গানও করেন। দেশটিতে বেশ জনপ্রিয় তিনি।
প্রায় ভারতীয়দের সমালোচনা করে আলোচিত হন এই পাক অভিনেত্রী। এর আগে পাকিস্তানি টেলিভিশনের একটি টক শোতে বলি সুপারস্টার সালমান খান নিয়ে মন্তব্য বলে আলোচনায় আসেন তিনি।
তিনি সে সময় বলেছিলেন, সালমানের ছবিগুলো হিংসাত্মক কার্যকলাপকে উৎসাহিত করে। সমাজে অপরাধপ্রবণতা বাড়ায়।

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ