fbpx
 

১২ ডিসেম্বর যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন: বরিস জনসন

Pub: Thursday, October 24, 2019 11:48 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে হওয়া ভোটে হেরে এবার আগামী ১২ ডিসেম্বর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি বলেন: ১২ ডিসেম্বর যদি নির্বাচনে সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন তাহলে তাদেরকে ব্রেক্সিট চুক্তি নিয়ে বিতর্ক ও তদন্তের জন্য আরও সময় দেওয়া হবে।

১০নং ডাইনিং স্ট্রিটে মন্ত্রী পরিষদের সাথে আকস্মিক এক বৈঠক শেষে টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন তিনি।

বরিস জনসন বলেন: ব্রেক্সিট সম্পন্ন করার উপায় হচ্ছে সংসদ। যদি সংসদ সদস্যরা ব্রেক্সিট চুক্তিটি নিয়ে আলোচনা ও অধ্যয়নের জন্য আরও সময় চান, তারা তা পেতে পারেন, তবে ১২ ডিসেম্বর একটি সাধারণ নির্বাচনের সাথে তাদের একমত হতে হবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বাইরে যাওয়ার জন্য ৩১ অক্টোবরের যে সময়সীমা দিয়েছিলেন তা শেষ হওয়ার আগে এমন ঘোষণা দিয়ে বসলেন বরিস জনসন।

অন্যদিকে লেবার পার্টির জেরিমি করবিনকে লেখা এক চিঠিতে তিনি বলেছিলেন: যদি তারিখটি অনুমোদিত হয়, তাহলে সরকার প্রত্যাহার চুক্তি বিল যাচাই-বাছাই পূর্বক পাসের জন্য নভেম্বর পর্যন্ত যথাসম্ভব সময় দেবে।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ