fbpx
 

চাকরি নিয়ে ব্রিটেন যেতে ৭০ পেতে হবে

Pub: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২০ ১:৫০ পূর্বাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

কম দক্ষদের চেয়ে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের অভিবাসী হিসেবে পেতে চায় ব্রিটেন৷ তাই বুধবার পয়েন্টভিত্তিক একটি অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে দেশটি৷

আগামী বছর থেকে শুরু হবে এই পরিকল্পনার বাস্তবায়ন৷ এতে বলা হয়, ব্রিটেনে কেউ অভিবাসী হতে চাইলে তাকে ৭০ পয়েন্ট পেতে হবে৷ কীভাবে তা পাওয়া যাবে তারও একটি তালিকা বুধবার প্রকাশ করা হয়েছে৷

অভিবাসী ভিসার আবেদনের জন্য তিনটি বিষয় অবশ্যই লাগবে৷ এর মধ্যে একটি হচ্ছে, ‘অনুমোদিত স্পন্সরের’ কাছ থেকে চাকরির প্রস্তাব৷ এটি ২০ পয়েন্টের সমান বলে গণ্য হবে৷ এরপর ‘যথাযথ দক্ষতা’র জন্য ২০ ও ইংরেজি সক্ষমতার জন্য ১০ পয়েন্ট পাবেন আবেদনকারীরা৷ অর্থাৎ এই তিনটি বিষয় মিলে ৫০ পয়েন্ট পেতে হবে৷

বাকি ২০ পয়েন্ট আসতে পারে বেতন, আপনার পিএইচডির বিষয় কিংবা আপনি কোন ক্ষেত্রে চাকরির প্রস্তাব পেয়েছেন, সেখান থেকে৷

যেমন আপনার বেতন যদি বার্ষিক ২৫,৬০০ পাউন্ড বা তার বেশি হয় তাহলে ২০ পয়েন্ট পাবেন৷ আর বেতন ২৩,০৪০-২৫,৫৯৯ পাউন্ডের মধ্যে হলে পাবেন ১০ পয়েন্ট৷ এর নীচে বেতন হবে কোনো পয়েন্ট পাওয়া যাবে না৷

আপনার পিএইচডির বিষয় যদি কাজের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে আপনি ১০ পয়েন্ট পাবেন৷ আর বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে পিএইচডি হলে পাওয়া যাবে ২০ পয়েন্ট৷

Hits: 18


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ