fbpx
 

ভাগ্য হলো ধর্ষণের মতো’- বলে তোপের মুখে সাংসদপত্নী

Pub: Tuesday, October 22, 2019 10:25 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

মানুষের ভাগ্যকে ধর্ষণের সঙ্গে তুলনা করে সোস্যাল মিডিয়ায় দেয়া পোস্ট নিয়ে বিতর্কের মুখে পড়েছেন ভারতের কেরালা রাজ্যের সাংসদপত্নী ও নারী সাংবাদিক অ্যানা লিন্ড ইডেন।

গতকাল সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে দুটি ভিডিও ক্লিপ আপলোড করেন অ্যানা। এর পরই মুহূর্তে সেই ভিডিও দুটি ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। পরিস্থিতি বুঝে এরইমধ্যে ক্ষমা চেয়েছেন এই এমপিপত্নী। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সবশেষ লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া হিবি ইডেনের সঙ্গে ভোটারদের মাঝে প্রচারণায় অংশ নিয়েছিলেন অ্যানা। 

অ্যানা তার ভিডিও ক্লিপসের সঙ্গে ক্যাপশনে লিখেন- ‘ভাগ্য হলো ধর্ষণের মতো। যদি বাধা দিতে না পারেন তবে আপনি তা উপভোগ করুন’। 

তবে ক্ষমা চাইলেও সমালোচকদের মুখ বন্ধ করা যাচ্ছে না। আর্য সুরেশ নামে একজন টুইটারে কমেন্ট করেছেন- ‘অ্যানা এমন মন্তব্য করে নিজের দুর্বল মানসিকতার পরিচয় দিয়েছেন। সহ্য করার মতো না। তিনি নাকি আবার আইনের ছাত্রী।’

ইতোমধ্যে নিজের অ্যাকাউন্ট থেকে পোস্টটি মুছে দিয়েছেন অ্যানা। তার ভাষ্য, ‘আমি আসলে এভাবে বলতে চাইনি। যারা ভুক্তভোগী আমার পোস্টটি তাদের দারুণভাবে আঘাত করেছে। একজন জনপ্রতিনিধির স্ত্রী হিসেবে আমি সবসময়ই মানুষের সমস্যা ও দুঃখ-বেদনা বোঝার চেষ্টা করি। আমার পোস্টটি অনেককে ব্যথিত করেছে। আমি সব বুঝতে পারছি। আমি ক্ষমাপ্রার্থী।’


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ