fbpx
 

অর্থনীতির অবস্থা খারাপ, ব্যাংকিং সেক্টরও ভালো নেই: অর্থমন্ত্রী

Pub: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২০ ৫:২৯ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

বাংলাদেশের অর্থনীতি এখন খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তার দাবি, ‘ ‘শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের কোনও দেশেই আমদানি-রফতানি সঠিকভাবে হচ্ছে না। বাংলাদেশের কিছু সেক্টরেও এর প্রভাব পড়েছে।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) প্রধান কার্যালয়ে ব্যাংকটির ‘ব্রাঞ্চ ম্যানেজারদের বার্ষিক কার্যক্রম প্রণয়ন সম্মেলন ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তবে বছর শেষে দেশে আমদানি-রফতানির অবস্থা ভালো হয়ে যাবে বলেও দাবি করেন আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি এখন খারাপ অবস্থায় রয়েছে। তবে বছর শেষে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে।’

অর্থনীতির খারাপ অবস্থা বর্ণনা করতে গিয়ে ব্যাংকিং সেক্টরের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ‘ব্যাংকিং সেক্টরের অবস্থাও খুব ভালো না। ব্যাংকগুলো যদি ভালো চলতো, তবে ব্যাংকগুলোকে মার্জ করতে হতো না।’

মিস মেসের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে গেছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের কারণে সংসদে আমাকে গালি শুনতে হচ্ছে। আপনারা বলেন, এটা কি আমার জন্য হয়েছে। না আপনাদের জন্য?’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সবাই যার যার দায়িত্ব পালন করবেন এবং দেশটাকে সোনার বাংলায় রূপান্তরিত করবেন বলেও আশা প্রকাশ করেন আ হ ম মুস্তফা কামাল।

Hits: 86


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ