fbpx
 

পুলিশের ডিআইজি ও এসপিসহ ৮ কর্মকর্তা বদলি

Pub: Monday, May 20, 2019 10:28 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল্লাহেল বাকীকে রাজশাহীর পুলিশ একাডেমি সারদায়, বরিশাল মহানগর পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমানকে র‌্যাব সদর দফতরের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানকে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. হায়দার আলী খানকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

হাইওয়ে পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. মুশফেকুর রহমানকে ঢাকার বিশেষ শাখায় বদলি করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১৩ এস অধিনায়ক (পুলিশ সুপার) সৈয়দ মোসাফিকুর রহমানকে এপিবিএন-৮ এ এবং এপিবিএন-৮ এর অধিনায়ক মোহাম্মদ রাশিদুল ইসলামকে এপিবিএন-১৩ তে বদলি করা হয়েছে।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ