fbpx
 

ভাগ্নের মুঠোফোন থেকে কল এসেছিল: সোহেল তাজ

Pub: বুধবার, জুন ১৯, ২০১৯ ৬:১৫ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

গত ৯ জুন চট্টগ্রামে চাকরির সিভি জমা দিতে গিয়ে নিখোঁজ হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভ। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও এখনও হদিশ মেলেনি তার। পরিবারের দাবি, সৌরভকে চাকরির প্রলোভন দেখিয়ে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। 

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন সুন্নিয়া মাদরাসা এলাকার বাসিন্দা সৌরভ ব্র্যাক ও ইউনিসেফের জনসচেতনতামূলক শর্ট ফিল্ম তৈরি করতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

ভাগ্নের অপহরণ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সোহেল তাজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজেই ঘটনার তদন্তে নামার ঘোষণা দিয়েছিলেন। এর ঠিক একদিন পর বুধবার আবারও ফেসবুক লাইভে এসে ‘অপহৃত’ ভাগ্নের মুঠোফোন থেকে কল এসেছিল বলে জানালেন সোহেল তাজ। 

ফেসবুক লাইভে সোহেল তাজ বলেন, ‘মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে ভাগ্নের মুঠোফোন থেকে তার বাবা ও মায়ের কাছে কল আসে। কিন্তু ফোন ধরার পর কেউ কথা বলেনি। ভাগ্নের চিন্তায় আমরা সারারাত ঘুমাতে পারিনি। তার ফিরে আসার অপেক্ষায় আছি। মঙ্গলবার রাতে আমরা এক জায়গায় গিয়েছিলাম। সেখানে আমরা কিছু তথ্য পেয়েছি। তাতে আমরা সন্তুষ্ট।’

এদিকে সৌরভের মুঠোফোন থেকে কল আসার বিষয়টি জানিয়ে তার মা ইয়াসমিন বলেন, ‘বুধবার সকালেও তার ফোনে কল ঢুকেছে। বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে জানানোর পর ফোন ট্র্যাক করে সৌরভের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।’

ফেসবুক লাইভে সোহেল তাজ বলেন, ‘গতকাল (মঙ্গলবার) রাত আড়াইটার দিকে আমার মামাতো বোন আমাকে ফোন করেন। আমি মানিক (সৌরভের বাবা) ভাইয়ের সঙ্গেও কথা বলি। তারা আমাকে জানান, সৌরভের ফোন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ফোনে কল এসেছে। দু-তিনবার। কিন্তু কে অন্যদিকে ছিল, সেটা শোনা যায়নি। তারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনও শব্দ শোনা যায়নি। পরে আপা ও মানিক ভাই কয়েকবার সৌরভের ওই নম্বরে কল দিলেও কেউ ফোন রিসিভ করেনি।’

সৌরভের মা ইয়াসমিন বলেন, ‘আমি আমার ছেলেকে একটা ক্ষুদেবার্তা দিয়েছি। ‘বাবা তুমি কোথায়? কী অবস্থায় আছো? তুমি বলো কোথায় আছো? দরকার হলে আমরা গিয়ে তোমাকে নিয়ে আসবো।’ এই ক্ষুদেবার্তারও কোনও উত্তর পাইনি আমি।’

এদিকে সোহেল তাজ লাইভে বলেন, ‘আমরা আইনশৃংখলা বাহিনীর প্রতি আস্থা রেখেই অপেক্ষা করছি। এ ধরনের ঘটনা কাঙ্ক্ষিত না। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বেঁচে থাকতে চাই। সেটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য।’

ভাগ্নে সৌরভের খোঁজ না পাওয়া পর্যন্ত ফেসবুকে লাইভে থাকার ঘোষণা দিয়েছেন সোহেল তাজ। 

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ