fbpx
 

কলকাতায় ৪ জেএমবি সদস্য গ্রেফতার

Pub: Tuesday, June 25, 2019 1:34 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

পশ্চিমবঙ্গের কলকাতায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে দাবি করেছে কলকাতা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন বাংলাদেশি ও একজন ভারতীয় রয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতার হাওড়া ও শিয়ালদহ এলাকা থেকে পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ওই ৪ জনকে গ্রেফতার করে।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গ্রেফতার ৪ ব্যক্তি জেএমবির নতুন সংগঠন নিও-জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্রে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই কলকাতা শহরে আত্মগোপন করে ছিল ৬ সদস্যের একটি জেএমবি দল। সোমকাল গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ প্রথমে শিয়ালদহ স্টেশনের পার্কিং লটের কাছ থেকে দুজনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যে হাওড়া স্টেশন থেকে আরও ২ জনকে ট্রেনে পালানোর সময় গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের কাছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অনেক নথি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদের মধ্যে গ্রেফতার ৩ বাংলাদেশি জেএমবি সদস্য সংগঠনের জন্য অর্থ ও নতুন সদস্য জোগাড়ের উদ্দেশ্যে ভারতে এসেছিল বলে প্রাথমিক তদন্তে জানায় পুলিশ।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ