fbpx
 

অমিত সাহা-কে গ্রেফতার করতে হবে

Pub: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০১৯ ৫:৫১ অপরাহ্ণ   |   Upd: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০১৯ ৫:৫১ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ড. আসিফ নজরুল
অমিত সাহা হিন্দু বলে তাকে গ্রেফতারের দাবী করা যাবে না কেন? এ দাবী করাটা যারা সাম্প্রদায়িকতা বলেন তারাই আসল সাম্প্রদায়িক।
তবে অমিত অন্যতম অভিযুক্ত খুনী বলে ঢালাওভাবে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বলা অত্যন্ত অনুচিত। সেটা করাও হবে সাম্প্রদায়িকতা।
অমিত-এর বিরুদ্ধে আবরার হত্যার অভিযোগ শুনছি প্রথম থেকে। যে রুমে খুন করা হয়েছে আবরারকে সেখানেও থাকতো সে। অথচ তাকে গ্রেফতার করা হচ্ছে না, ছাত্রলীগের বহিস্কারের তালিকায়ও নেই সে।
তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে ন্যায়বিচারের স্বার্থে।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ