fbpx
 

হঠাৎ পররাষ্ট্রমন্ত্রীর ‘জরুরি ভারত সফর’ বাতিল

Pub: বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯ ৮:৪২ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

প্রবল আপত্তির মুখেও দেশটির রাজসভায় (উচ্চকক্ষ) ‘নাগরিকত্ব সংশোধন বিল-ক্যাব’ পাস করে ভারত। বিলটি পাস হওয়ার ঘণ্টাকয়েক পরেই বুধবার (১১ ডিসেম্বর) গভীর রাতের দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, সরকারি সফরে আসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

সেই হিসেবে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ৩দিনের এই সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় শীর্ষ গণমাধ্যম।

দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দিল্লির হায়দ্রাবাদ হাউসে এক বৈঠকে মিলিত হওয়ার কথা ছিল। সফর বাতিল হওয়ায় সেই বৈঠকটি হচ্ছে না। সফরটি বাতিল করা হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) প্রতিবাদে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে সহিংস পরিস্থিতির কারণে এই সফর বাতিল করেছেন একে আব্দুল মোমেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

তবে পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ