fbpx
 

এরশাদ-খালেদা অপজিশন হলে’ নির্বাচন করবো: মুহিত

Pub: সোমবার, জুন ১৮, ২০১৮ ৮:১৫ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের আসন থেকে নির্বাচন করা প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমি বলেছি, আমি নির্বাচন করতে চাই না। কিন্তু পার্টির প্রয়োজনে, অপজিশনে যদি এরশাদ সাহেব প্রার্থী হয়ে যান কিংবা খালেদা জিয়া হন তাহলে অবশ্যই আমি নির্বাচন করবো।’

সোমবার (১৮ জুন) সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সিলেটে এরশাদ বিশেষভাবে জনপ্রিয়, কারণ ওনার সময় সিলেটে অনেক কিছু হয়েছে। আমি মনে করি এরশাদ খালেদা জিয়ার চেয়ে বেশি জনপ্রিয়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনী হইচই তেমন নেই। আশা করছি এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে, সবাই এতে অংশ নেবেন।’

তিনি বলেন, ‘আমি মনে করি, বিএনপির নীতিনির্ধারকরা ভালো করেই বোঝেন, তারা যতকিছুই বলেন না কেন- এবার নির্বাচন না করলে বিএনপি পার্টি আর টিকবে না।’

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ