শীর্ষ খবর ডটকম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্যাতিত ও মামলা-হামলার শিকার নেতাকর্মীদের তালিকা তৈরি করে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে মহিলা দল।
সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের যৌথ স্বাক্ষরে ৭৮টি সাংগঠনিক জেলা শাখায় এ সংক্রান্ত চিঠি দেয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী মহিলা দল ইতিমধ্যে সারা দেশে আওয়ামী সরকার ও তার ক্যাডার কর্তৃক মামলা-হামলায় জর্জরিত এবং নির্যাতিত নেতাকর্মীদের তালিকা তৈরি করে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে।
আগামী ৭ দিনের মধ্যে জেলা/মহানগরে স্ব-স্ব নির্বাচনী এলাকার উপজেলা/থানায়/পৌরসভায় মামলা-হামলায় জর্জরিত ও নির্যাতিতদের নামের তালিকা (সম্ভব হলে মামলা নম্বর) কেন্দ্রে পাঠানোর অনুরোধ জানানো হয়।
[email protected]এই মেইলের মাধ্যমেও তথ্য পাঠানো যাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
শীর্ষ খবর/আ আ
সংবাদটি পড়া হয়েছে 1059 বার