fbpx
 

ইউরোপের পথে শামসুজ্জামান দুদু

Pub: Tuesday, April 30, 2019 10:14 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

১০ দিনের সফরে ইউরোপের পথে রওনা হয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে তিনি সুইডেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় বিমানবন্দরে কৃষক দলের নেতৃবৃন্দ তাকে বিদায় জানান।

সেখান থেকে তিনি জার্মান, ডেনমার্কসহ ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ভ্রমণ করবেন।

১০ দিনের এই সফরে কথা জানিয়ে শামসুজ্জামান বলেন, ‘ইউরোপের দেশগুলোতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যে সমস্ত নেতারা আছেন তাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।’

মে মাসের ১০ তারিখে তিনি দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ