fbpx
 

বিএনপির এমপিদের শপথ গ্রহণ: রাজনীতিতে কি কোনো পরির্তন আসছে?(অডিও)

Pub: বৃহস্পতিবার, মে ২, ২০১৯ ৭:৪৪ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

বিএনপির নির্বাচিত এমপিদের শপথকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আশা করছেন অনেকেই। সোমবার ২৯ এপ্রিল শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত ৪ জন সংসদ সদস্য। দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম শপথ গ্রহণ করেন নি।

বিএনপির নির্বাচিত এমপিদের শপথকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আশা করছেন অনেকেই। সোমবার ২৯ এপ্রিল শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত ৪ জন সংসদ সদস্য। দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম শপথ গ্রহণ করেন নি।

এর আগে দলটির আরেকজন এমপি শপথ নিয়েছিলেন। বলা হচ্ছে দলীয় সিদ্ধান্তেই তারা শপথ নেন। বিএনপির এমপিদের সংসদে যোগ দেওয়ার এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে।

রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির এমপিরা শপথ নেয়ায় বিএনপির চেয়ে আওয়ামী লীগই বেশি লাভবান হয়েছে। কারন এ্যাতোদিন বিএনপি শপথ না নেয়ায় সংসদ ছিল নিষ্প্রাণ। এখন প্রাণবন্ত হবে। কি হবে কি হবে না, এর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে কিনা, বিএনপির কৌশল কি, আওয়ামী লিগ বা সরকারের কৌশল কি, এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন ইলিনয় ষ্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আলী রীয়াজ এবং বাংলাদেশের সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।সূত্র: VOA

Hits: 5


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ