fbpx
 

শিশু সায়মার বাসায় মির্জা আব্বাস

Pub: Tuesday, July 9, 2019 10:21 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ধর্ষণের পর হত্যার শিকার শিশু সামিয়া আফরিন সায়মার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নেতারা।

মঙ্গলবার দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর ওয়ারীর বনগ্রাম রোডের মসজিদ সংলগ্ন সায়মাদের বাসায় যান।

সেখানে তিনি নিহতের পরিবারকে শান্ত্বনা দেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।

এ সময় মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার সংস্কৃতি ও রাজনৈতিক শূন্যতার কারণেই আজ দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে।

তিনি বলেন, সায়মার মতো শিশুও ধর্ষণের শিকার হচ্ছে-এটা বাংলাদেশের এখন প্রকৃত চিত্র হয়ে দাঁড়িয়েছে। যে বাংলাদেশ আমরা কখনো চাইনি।

মির্জা আব্বাস এ সময় সায়মা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান। একই সঙ্গে সায়মার বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদল নেতা মোহাম্মদ শরীফসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর কিছুক্ষণ পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন সায়মার বাসায় যান। তিনি পরিবারের সদস্যদেরকে শান্ত্বনা দেয়ার পাশাপাশি তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

তিনি বলেন, দেশে আইনের শাসন না থাকায় দেশে একের পর এক অপরাধ, শিশু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রেহাই পেতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মোওলা শাহীনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ