fbpx
 

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি

Pub: Wednesday, August 14, 2019 9:38 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার জন্মদিন। এ উপলক্ষে পরদিন ১৬ আগস্ট শুক্রবার ঢাকাসহ সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বার্তায় বলা হয়, ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন। এ উপলক্ষে বিএনপি পরদিন ১৬ আগস্ট শুক্রবার ঢাকাসহ সারাদেশে দেশনেত্রীর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পালনের কর্মসূচি পালন করা হবে।

বার্তায় আরও বলা হয়, সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা ইউনিটকে ওই কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করা হলো।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তা এ তথ্য জানানো হয়।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ