fbpx
 

স্পিকারকে রওশন এরশাদের পাল্টা চিঠি

Pub: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০১৯ ১০:৪০ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ঢাকা : সংসদের বিরোধীদলীয় নেতা করতে জিএম কাদেরের চিঠি দেওয়ার পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পাল্টা চিঠি দিয়েছেন রওশন এরশাদ।
আজ বুধবার বিকালে স্পিকারের কার্যালয়ে এ চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। এতে জিএম কাদেরের চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
স্পিকারের দফতর থেকে রওশন এরশাদের চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুও চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সিনিয়র চেয়ারম্যান ও বর্তমান সংসদ উপনেতা রওশন এরশাদ বুধবার স্পিকারকে একটি চিঠি দিয়েছেন।’ তবে এতে বিরোধী দলীয় নেতা করার বিষয়ে কিছু বলা হয়নি বলে দাবি করেন তিনি।
চুন্নু বলেন, ‘জিএম কাদেরের চিঠিটি যথাযথভাবে পাঠানো হয়নি এবং সংসদীয় দল বা পার্টির কোনও পর্যায়ে থেকে সিদ্ধান্ত নিয়ে ওই চিঠি পাঠানো হয়নি, সেটা জানিয়েই এই চিঠি দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টির পার্লামেন্টারি কমিটির কোনও বৈঠক ছাড়া স্পিকারকে দেওয়া জিএম কাদেরের চিঠির কোনও দাম নাই।’
এর আগে গতকাল মঙ্গলবার জিএম কাদের নিজেকে বিরোধী দলীয় নেতার স্বীকৃতি চেয়ে স্পিকারের কাছে চিঠি দেন। পার্টির প্রেসিডিয়ামের সভা ও সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনয়নের প্রস্তাব করেছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন গণমাধ্যমকে বলেন, একটি চিঠি পেয়েছেন। তবে, সেখানে কী রয়েছে তা তিনি এখনও দেখেননি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জানুয়ারি মারা গেছেন। এর আগে তিনি তার অবর্তমানে পার্টির চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদের দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তবে বিরোধী দলীয় নেতা কে হবেন এর কোনও সুরাহা করে যাননি।
জিএম কাদেরের চেয়ারম্যান হওয়ার বিষয়টি এরশাদ আগে জানিয়ে গেলেও রওশনপন্থীরা সেটা মেনে নিতে রাজি হননি। ফলে এরশাদের মৃত্যুর পরপরই দলটির প্রেসিডেন্ট ও সংসদের বিরোধী দলীয় নেতা মনোনয়ন নিয়ে জিএম কাদের ও রওশনপন্থীদের মধ্যে টানাটানি শুরু হয়। দেওয়া হয় বিবৃতি, পাল্টা বিবৃতি।
অবশ্য জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে মেনে নিতে রওশনপন্থীরা কিছুটা নমনীয় হলেও তাকে বিরোধী দলীয় নেতা হিসেবে চান না। তাদের দাবি, রওশনই হবেন বিরোধী দলীয় নেতা।

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ