fbpx
 

বিএনপি নেত্রী রাজিয়া আলিম কারাগারে

Pub: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৯ ১২:৩০ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলিমকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। 

গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে পুরান ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশ।

ওই দিনই তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। 

বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির গতকাল জানিয়েছেন, রাজিয়া আলিমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা আছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। 

রাজিয়া আলিমের মেয়ে অ্যাডভোকেট রাশিদা আলিম ঐশী ব্রেকিংনিউজকে বলেন, ‘দুপুর দুইটার সময় আমার মা একটি প্রোগ্রাম শেষে বাসায় ফিরলে তাকে গ্রেফতার করা হয়।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ