fbpx
 

ছাত্রলীগের কাছে ‘পজেটিভ পরিবেশ’ আশা করছিলাম, কিন্তু পাইনি: খোকন

Pub: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ   |   Upd: সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১:৩৬ পূর্বাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ছাত্রলীগ নেতাকর্মীদেরকে ‘ভাই’ সম্বোধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন, ‘ছাত্রলীগের কাছে আরও পজেটিভ পরিবেশ আশা করছিলাম, কিন্তু সেটা আমরা পাইনি।’

তিনি বলেন, ‘সভাপতি নির্বাচিত হওয়ার পর মধুর ক্যান্টিনে প্রথম আসলাম। ছাত্রলীগের যারা আছেন তারা আমাদের ভাইয়ের মতো, আশা করি সবাই মিলেমিশে থাকবেন, আমরা সবাই মিলেমিশে ক্যাম্পাসে রাজনীতি করবো।’

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিশাল বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর পরই মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান ছাত্রদল নেতাকর্মীরা।

এর আগে সকাল ১১টায় ছাত্রদলের নবনির্বাচিত দুই শীর্ষ নেতা ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিনে এসে অবস্থান নেয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরাও পাশেই মুখোমুখি অবস্থান নিলে শ্লোগানে শ্লোগানে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্রদলের সহ-অবস্থান নিশ্চিত করতে ঢাবির ভিসি আখতারুজ্জামানে সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদল নেতারা।

এসময় ভিসি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যেনও কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে উপদেশ দেন এবং সকল সংগঠনগুলোকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

সাংবাদিকদের ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আজকেই প্রথম ভিসি স্যারের সাথে সাক্ষাৎ করেছি। ওনার কাছে আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করি এবং সেই আবেদন আমরা উনার কাছে জানিয়েছি। তিনিও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অন্যান্য সংগঠনের মতো ক্যাম্পাসে ছাত্রদলের সহাবস্থান তৈরির কথা জানিয়েছেন।’

এসময় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান কিছুটা নিশ্চিত করতে পেরেছি। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সহাবস্থান এখনও হয়নি। সামনে সারা দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তচিন্তা ও গণত্রান্তিক পরিবেশ নিশ্চিতের জন্য আবেদন করবো এবং কলেজ, বিশ্ববিদ্যালয় প্রশাসনেরগুলোকে এ বিষয়ে সামনে এগিয়ে আসার আহ্বান জানাবো।’

পুর্নাঙ্গ কমিটির বিষয়ে সভাপতি খোকন বলেন, ‘এ বিষয়ে আলোচনা চলছে। যত দ্রুত সম্ভব কমিটি ঘোষণা করবো।’

শ্যামল বলেন, ‘ছাত্রদলের যে কোনও সিদ্ধান্ত ছাত্রদল নেবে। কমিটির বিষয়ে অচিরেই কাজ শুরু করবো। নতুন কমিটির ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে। এ কাজগুলা শেষ করেই ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ কমিটির কাজ শুরু করবো।’


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ