fbpx
 

আ.লীগের ৪ সহযোগী সংগঠনের সম্মেলনের সম্ভব্য তারিখ

Pub: বুধবার, অক্টোবর ৯, ২০১৯ ১০:৪০ অপরাহ্ণ   |   Upd: বুধবার, অক্টোবর ৯, ২০১৯ ১০:৪০ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

আওয়ামী লীগের ৪ সহযোগী সংগঠন যুবলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের সম্ভব্য তারিখ নির্ধারিত হয়েছে।  এর মধ্যে ২ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ এবং ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠানের সম্ভব্য তারিখ নির্ধারিত হয়েছে।

গণভবনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার বিকেলে গণভবনে সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনের শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সহযোগী সংগঠনগুলোর অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফিরে গত ২ অক্টোবর গণভবনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে দলের ২১তম জাতীয় কাউন্সিলের আগেই সম্মেলন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরদিন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সহযোগী সংগঠনগুলোকে সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয়।

এর আগে ২০১২ সালে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও জাতীয় শ্রমিক লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ