শীর্ষ খবর ডটকম
দুরাগ্য ক্যান্সারে আক্রান্ত দলের ভাইস-চেয়ারম্যান ও অবিভক্ত সাদেক হোসেন খোকার আশু আরোগ্য কামনায় দোয়া চেয়েছে বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (১ নভেম্বর) বাদ জুমা ঢাকার বিভিন্ন থানার মসজিদে মসজিদে এবং বাদ আসর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় মহানগর দক্ষিন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় তার আশু আরোগ্য কামনায়।
খোকার জন্য দোয়া চেয়ে এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসুন– কোনও আনুষ্ঠানিকতা নয় অন্তর থেকে খোকা ভাইয়ের রোগমুক্তির জন্য দোয়া করি, দেশনেত্রীর মুক্তির জন্য দোয়া করি, আমরা কায়মনোবাক্যে অন্তর থেকে তার আরোগ্যের জন্য দোয়া চাই, আমরা এই যে আজব সেই আজব থেকে মুক্তি পাই, সরকারের নির্যাতন-নিপীড়ন থেকে আমাদের মুক্তি দিক।।’
‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিক এবং আমাদের অন্যতম নেতা সাদেক হোসেন খোকাকে রোগ মুক্ত করুক-এই দোয়া আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি।’
মহাসচিব অভিযোগ করে বলেন, ‘আমরা কেউ ভালো নেই, সবাই নিপীড়ন-নির্যাতনের শিকার, মামলার শিকার। খোকা ভাইসহ তার পরিবারের সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। তিনি আজ গুরুতর অসুস্থ। গত ২৯ তারিখে তার সাথে আমার কথা হয়েছে। যখন কথা বলি- তিনি কথা বলতে পারছিলেন না।’
‘শুধু আমাকে বললেন, সবাইকে বলবেন আমার জন্য দোয়া করবেন। আমি সেইদিন ৩০ তারিখে এখানে মিটিং ছিলো সেখানে বলেছি যে, খোকা ভাইয়ের আশু আরোগ্যলাভের জন্য দোয়া করবেন।’
সভাপতির বক্তব্যে মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘খোকা ভাইয়ের অসুস্থতার খবরে আমরা সবাই মর্মাহত হয়ে পড়েছি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। কারণ দেশ ও জাতির ক্রান্তি লগ্নে এই অন্ধকার সময়ে খোকা ভাইয়ের মতো একজন সাহসী ও দেশপ্রেমিক নেতা ও বলিষ্ঠ সংগঠক আমাদের ভীষন প্রয়োজন।’
মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ও বক্তব্য রাখেন।
দোয়া মাহফিলে বিএনপির রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, এহছানুল হক মিলনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের কয়েকশ’ নেতা-কর্মী অংশ নেন। নিচতলার ফুটপাত ও সড়কের মাদুর বিছিয়ে সহাস্রাধিক কর্মী-সমর্থক বিশেষ মোনাজাতে অংশ নেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের মেমোরিয়াল স্নোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে দুরাগ্যে ক্যান্সারের আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত ১৮ অক্টোবর অবস্থা অবনতি ঘটলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৪ সালের ১৪ মে কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য নিউইয়র্ক যান ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকা। তখন থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্স থাকছেন তিনি।
শীর্ষ খবর/আ আ