fbpx
 

মাহবুবের রাজনীতি ছাড়ার খবর গুজব: স্ত্রী নাগিনা মাহবুব

Pub: Wednesday, November 6, 2019 11:37 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান দল থেকে অব্যাহতি চেয়েছেন মর্মে যে খবর বেরিয়েছে সেটাকে গুজব বলে উড়িয়ে দিলেন তার স্ত্রী নাকি নাগিনা মাহবুব।

বুধবার (৬ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মাহবুবুর রহমানের মুঠোফোনে কল দিলে তার স্ত্রী নাগিনা মাহবুব তা রিসিভ করেন।

মাহবুবুর রহমানের বিএনপি ছাড়ার প্রসঙ্গে জানতে চাইলে নাগিনা মাহবুব বলেন, ‘আপনারা এইসব খবর কোথায় পান, এগুলো ভিত্তিহীন খবর।’

এর আগে একটি গণমাধ্যম দাবি করেছে মাহবুবুর রহমান। বলেছেন,  কথাটা ঠিক, আমি রাজনীতি করি না। রাজনীতি থেকে সরে এসেছি। আমি রিজাইন করেছি দল থেকে। দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছি। দেড় মাস থেকে দুই মাস আগে।’

কী কারণে অবসর, এমন প্রশ্নের জবাবে লে. জে. (অব.) মাহবুব বলেন, ‘কারণ হচ্ছে আমি বয়স্ক মানুষ। সামনের ডিসেম্বরে ৮০ বছর পূর্ণ হবে। রাজনীতিতে কনট্রিবিউট করার মতো আমার কিছু নেই।’


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ