fbpx
 

মাওলানা শফিকুল হক আমকোনী আর নাই

Pub: Saturday, April 20, 2019 11:04 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাশে এর অন্যতম উপদেষ্টা সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সোবহানীঘাট মাদরাসার মুহতামিম, মাওলানা শফিকুল হক আমকুনী ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওইন্না ইলাহীর রাজিউন) তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের বাসিন্দা,মরহুমের জানাজার নামাজ আগামীকাল রবিবার বিকাল ৩ ঘটিকার সময় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত হবে। দেশবাসী একজন সাহসী আলেমে দ্বীনকে হারালো যে শুন্যতা সহজে পুরণ হবার নয়। আল্লাহযেন জান্নাতবাসী করেন আমিন।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ